বোড়াগাড়ী ইউনিয়নের চেকাডারা নদীর পুনঃখনন কাজের উদ্বোধনে এমপি আফতাব
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)এবং ‘ইআইআর’ প্রকল্পের আওতায় চেকাডারা নদীর পুনঃখনন কাজের উদ্বোধনে এমপি আফতাব উদ্দিন সরকার।
আজ বুধবার ২০ মার্চ সকালে উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের চেকাডারা নদীটির পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
নদীর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।