২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

গঙ্গাচড়ায় বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
6 months ago
281


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধর্মীয় নেতা ও স্থানীয় জন সাধারণের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত  হয়।   

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  রুহুল আমিন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোছা: রেলিজা বেগম, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেসালিষ্ট  শুভা তালফা, গঙ্গাচড়া  ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগাম ম্যানেজার লিওবার্ট চিসিম, মো: ফারুক হোসেন, এপলো দাশ, খ্রীস্টিনা প্রমুখসহ ধর্মীয় নেতা, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ। 

আলোচনা সভায় বক্তাগণ বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী,লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, বাল্যবিবাহের কারণ ও প্রতিকারের উপায়সহ বিভিন্ন দিক নির্দেশনা, মতামত ও সুপারিশমালা পেশ করেন।  অনুষ্ঠানে ৪টি ইউনিয়নের মোট ৭০ জন ইমাম  ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায়  ১২ জন প্রতিবন্ধি  শিশুদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন প্রকারের সহায়ক উপকরণ  বিতরণ করেন অতিথিবৃন্দ ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth