চিলমারীতে সোনালী ব্যাংক ম্যানেজারের বিদায় ও বরণ অনুষ্ঠান
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সোনালী ব্যাংক পিএলসি চিলমারী শাখার কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বিদায়ী ম্যানেজারের বিদায় ও নবাগত ম্যানেজারের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের ভিতরে এক আবেগঘন পরিবেশে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আব্দুল বারেক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,বীরমুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ,সাবেক প্রধান শিক্ষক নুর ই আলম বাদশা,এসপিও শাহিন আক্তার ভূইয়া,এসপিও শরিফুল আজম সিপন,বিদায়ী ম্যানেজার(এসপিও) আলতাফ হোসেন,নবাগত ম্যানেজার(এসপিও) দেবদুলাল বকসি, পিও নুর ইসলাম,সিনিয়র অফিসার আব্দুস সোবহান, সিনিয়র অফিসার ক্যাশ গোলাম এসমে আজম, অফিসার মো.মাসুম বিল্লাহ প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী ম্যানেজারকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।