গঙ্গাচড়ায় লন্ডন প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় লন্ডন প্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২২ মার্চ) উপজেলার লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকায় তার নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মঞ্জুম আলী ও তার ভাই লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। বক্তারা বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত মাস মাহে রমজান। তাই এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদাত করতে হবে। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।