১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

সাহাবাজপুর কামারপাড়া হরি মন্দিরের হারমোনিয়াম উপহার দেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মিলন

আমাদের প্রতিদিন
1 year ago
56


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলার ,চন্দনপাট ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের সাহাবাজপুর কামারপাড়া সর্বজনীন হরি মন্দিরের  একটা হারমোনিয়াম উপহার দেন রংপুর সদর উপজেলার (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) | রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে  জাতীয় পার্টির মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  ও সাবেক ছাত্র নেতা আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন। গতকাল  হরি মন্দিরের  সকল ভক্তের মাঝে হারমোনিয়াম উপহার প্রদান করেন। এসময় রংপুর সদর উপজেলার পরিষদের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)  আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন বলেন আমি আপনাদের সেবক হিসাবে পাশে ছিলাম, আছি এবং থাকবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর  জেলার জাতীয় সেচ্ছাসেবক পাটির যুগ্ন আহবায়ক ও সদর উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পাটির সদস্য সচিব, বাবু দীপচরন  সরকার , পরেশ রায় শিবনাথ মোহন্ত, চন্দনপাট ইউনিয়ন জ্তীয় পার্টির  নেতাকর্মী সহ এলাকার ব্যাক্তিগণ।   

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth