৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে

আমাদের প্রতিদিন
10 months ago
259


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি :

দিনাজপুরের তিন উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করার পর দিনাজপুরে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন।

তফশিল অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম জানায়, মনোনয়ন পত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। ভোট গ্রহণ সকাল ৮ট থেকে বিকাল ৪টা পর্যন্ত। ঘোড়ঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪১৫ জন এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ৫৪ হাজার ৭১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪টি। স্থায়ী কক্ষ ২৬৩ ও অস্থায়ী কক্ষ ৪৭টি মোট ৩১০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth