নীলফামারীতে বিশ্ব যক্ষা দিবস পালন
নীলফামারী প্রতিনিধি:
‘হ্যা । আমরা যক্ষা নির্মুল করতে পারি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ^ য²া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সিভিল সার্জন অফিসের উদ্যোগে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন ও প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বক্তব্য দেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।