রংপুর জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যহত

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। রবিবার (২৪ মার্চ) বিকেলে নগরীর আলমনগর আল ফালাহ ইন্সটিটিউট মোড়ে নগরীর ৫ শতাধিক দিন খেটে খাওয়া-অস্বচ্ছল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাস সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন যুবলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, নাহিদ হাসান সাদ্দাম খায়রুল পারভেজ পলাশ, আব্দুস সোবহান, আসাদুজ্জামান সজিব, মাহমুদুর রহমান অভি, আতিকুর রহমান আতিক,জানাতুল ফৈরদাউস লিয়ন,রায়হান কবির,সেলিম, শাওন ওয়াদুদ প্রমুখ।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন, যুবলীগের মাননীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে সব সময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ। যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মাসব্যাপী ইফতার বিতরণ শুরু করেছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।