৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

জেলেদের জালে উঠে এলো যুবকের মরদেহ

আমাদের প্রতিদিন
10 months ago
179


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেলেদের জালে উঠে এলো সাইফুল ইসলাম (৩০) নামে প্রতিবন্ধি এক যুবকের মরদেহ।

আজ বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য ধুবনী গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারেক ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধি সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির পাশে পুকুর পাড়ে যান। এ সময় অসাবধনতা বশত পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন সাইফুল ইসলাম। পরিবারের অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলাতে ব্যর্থ হন। দুপুরে পুকুরে মাছ ধরতে জেলেরা জাল ফেলেন। সেই জালেই উঠে আসে প্রতিবন্ধি সাইফুল ইসলামের মরদেহ। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি)  চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth