৬ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

নাগেশ্বরীতে জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবাষিকী পালন

আমাদের প্রতিদিন
1 year ago
303


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে। জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে নাগেশ্বরী মহিলা কলেজ হলরুমে আলোচনাসভা, কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোস্তফা কামাল মেরাজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, সদস্য সচিব আ.ম.প আনিছুর রহমান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন মন্ডল রেজা, সদস্য সচিব ও নাগেশ^রী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলু, ব্যাপারীহাট কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ও কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদসহ অনেকে। এছাড়াও জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য জেলাল রানা, তাজুল ইসলাম মিলন, পৌর কমিটির আহ্বায়ক আশরাফ আলী দুখু, সদস্য সচিব রুকনুজ্জামানসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth