২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

নাগেশ্বরীতে ল্যাম্ব’র উদ্যোগে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
6 months ago
165


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট প্রাইমারী ও সেকেন্ডারী স্টেকহোল্ডারদের সাথে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব এর “সহনশীল জীবিকায়নের মাধ্যমে নারীদের নেতৃত্বে সর্বব্যাপী দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন” প্রকল্প, টিয়ার ফান্ড-ইউকে এর আর্থিক সহযোগিতায় গতকাল উপজেলা প্রাণীসম্পদ হলরুমে এ কর্মশালা অনুষ্টিত হয়। ল্যাম্ব এর  প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মো. হাফিজুর রহমানের সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম। এ সময় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়। প্রধান অতিথি জানান, সরকারি সংশ্লিষ্ট বিভাগ এবং এনজিও এর সমন্বয়ে আরও লিংকেজ ত্বরান্বিত করলে উপকারভোগীগণ কাঙ্খিত সেবা পাবেন। এছাড়াও হাঁস—মুরগী, গরু পালনে কিছু কারিগরী পরামর্শ দেন তিনি। এছাড়াও প্রকল্পের টেকনিক্যাল কোঅর্ডিনেটর (মনিটরিং, ইভ্যালুয়েশন এ্যাকাউন্টিবিলিটি এন্ড লার্ণিং) মনিকৃষ্ণ রায়, শিখন কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত লার্ণিং, চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রভাবগুলো কী কী তাহা সকলের মাঝে আলোচনা বিনিময়ের মাধ্যমে উপস্থাপন করনে । শিখন বিনিময় কর্মশালায় স্ব—সহায়ক নারী দলের সদস্য, কৃষক দলের সদস্য, চর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ৬টি ইউনিয়নের ইউপি সদস্য, উপ—সহকারী কৃষি কর্মকর্তা, ভ্যাটেরিনারী ফিল্ড এ্যাসিসটেন্ট, মাঠ সহকারী (মৎস্য), বিআরডিবি ক্রেডিট সুপারভাইজার, এনজিও প্রতিনিধি ও প্রকল্পের ষ্টাফবৃন্দ অংশগ্রহন করেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth