গঙ্গাচড়ায় এমপি আসাদুজ্জামান বাবলু'র পক্ষে ইফতার বিতরণ
গঙ্গচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু'র উদ্যোগে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এমপির পক্ষে ইফতার বিতরণ করেন গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক আশেকুজ্জামান লিটন,সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন, সমাজ সেবক ও ব্যবসায়ী ইউনুস আলী, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল আমিন লিটন, উত্তম কুমার রায়, দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব,প্রচার সম্পাদক মশিয়ার রহমান, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিপন, মহিলা বিষয়ক সম্পাদক রিতু, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিলন, সদস্য মানিক সরকার, মিলন, মুন, মর্নেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।