৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

গঙ্গাচড়ায় জনগণের কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
9 months ago
235


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় 'জনগণের কথা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় শুক্রবার সকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রংপুর কারমাইকেল কলেজ এর ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  রাবিয়া বেগম ও লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। সভায় অতিথিবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সর্বজনীন পেনশন স্কিম, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক,ইভ টিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ,নারী শিক্ষা, নিরাপদ মাতৃত্ব, প্রসূতি ও নবজাতকের পরিচর্যা, গুজব, অপপ্রচার ও সোশাল মিডিয়ার অপব্যবহার রোধ বিষয়ে আলোকপাত করে দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ, জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth