৯ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

গাইবান্ধায় রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু

আমাদের প্রতিদিন
11 months ago
158


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণ কাজের রোলারের চাপায় তমিজ উদ্দিন (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) সকালে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বোয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তমিজ উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলার দিঘলকান্দি গ্রামের শহির উদ্দিনের ছেলে।   

স্থানীয়রা জানায়,ওই সময় মহাসড়কে নির্মাণ কাজ চলছিল। সেখানে তমিজ উদ্দিন শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এরই মধ্যে অসাবধানতায় রোলারের সঙ্গে ধাক্কা লেগে তমিজ উদ্দিন লুটিয়ে পড়ে যায়। এসময় ঘটনা স্থালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান সংবাদিদের জানান, ওই ঘটনার খবর পেয়ে নিহত তমিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth