১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

গোবিন্দগঞ্জ তেলের ড্রামে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আমাদের প্রতিদিন
1 year ago
229


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি পিকআপ গাড়িতে থাকা তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব—১৩। এসময় এই মাদকের সাথে জড়িতে চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দাম (৩০) কে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব—১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব—১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth