৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

কাউনিয়ায় আইন-শৃঙ্খলা বিষয় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
7 months ago
248


কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও সহিংসতা এড়ানো সহ আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরর কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১২ জুন) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, কাউনিয়া থানার ( ওসি তদন্ত) ফরহাদ মন্ডল ও হারাগাছ থানার এসআই সিরাজুল ইসলাম। আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা বিষয়ে বক্তব্য রাখেন, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে। বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্ৰামীন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা না পাওয়া, বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাদক, জুয়া, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে সমস্যা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ। সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এ ছাড়া হাইটেক নামে যে বালু উত্তোলন করা হচ্ছে সেটিও দেখা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন  ও মাদক জুয়া বন্ধে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ আমিও পেয়েছি বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে এবং সার্বিক সমস্যার বিষয় নিয়ে রেজুলেশন করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth