৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

কুড়িগ্রাম সদর উপজেলা পুকুর পাড়ে শোভাবর্ধণকারী ফুলগাছ রোপন

আমাদের প্রতিদিন
9 months ago
143


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে অবস্থিত প্রাচীন পুকুরটি সংস্কার করে পাড়ের মধ্যে তিন শতাধিক শোভাবর্ধণকারী ফুল ও গুল্মগাছ রোপন করা হচ্ছে। বুধবার সকালে অলকানন্দা ও রঙ্গন গাছ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য ও সদর উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান। স্থানীয়ভাবে সি্ও পুকুর বা সিওর দীঘি নামে পরিচিত এ পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে পরে ছিল। সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে পুকুরটি খনন করে এর চারপাশে হাঁটার জন্য পাড় নির্মাণ করা হয়। এছাড়াও সৌন্দর্য বর্ধণকারী গাছগুলো রক্ষার জন্য প্রটেকশন বেড়া দেয়া হয়। ইতোমধ্যে পুকুর পাড়ে অলকানন্দা, রঙ্গন, মুসুন্ডা, রাধাচুঁড়া, কৃষ্ণচুপা, কাঠ গোলাপ, শেফালী, শিউলী, জবা , বাগান বিলাস, বকুল, টগর ও ঝাউগাছ লাগানো হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিম জানান, ইতোমধ্যে এডিপিসহ অন্যান্য প্রকল্প থেকে প্রায় ৬লাখ টাকা ব্যয়ে পুকুর খনন, পাড় বাঁধা, বেড়া দেয়া ও টার্ফিং এর কাজ সমাপ্ত করা হয়েছে। এখন পার্কিং ওয়াকওয়ে রাস্তা, টাইলস, সৌন্দর্য বর্ধণের জন্য লাইটিংসহ আরো অনেক কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে্ এতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হবে। পুকুরটির চারপাশের দৈর্ঘ্য ৪৮৭ মিটার। যা এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় পুকুর হিসেবে বিবেচিত হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth