৯ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৌসুমী ফল ব্যবসায়ী নিহত

আমাদের প্রতিদিন
9 months ago
198


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ইসমাইল হোসেন বিরামপুর উপজেলার দক্ষিন শাহবাজপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি একজন মৌসুমী ফল ব্যবসায়ী।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় নবাবগঞ্জ—দাউদপুর সড়কের উপজেলা সদরের শ্রীকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার এস আই মাসউদ রানা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ীর ফেরার পথে শ্রীকৃষ্ণপুর এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ইসমাইল হোসেন গুরুতর আহত হন।  স্থানীয়রা তাকে উদ্ধার কেও  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় রাসেল ও মোকলেছুর রহমান নামক দুই মোটরসাইকেল অরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে নিহতের পরিবার থেকে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth