৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

উপজেলার বামুনিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ল্যাট্রিনের রিং ও স্লাব বিতরণ

আমাদের প্রতিদিন
7 months ago
205


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার ০৫ নং বামুনিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ল্যাট্রিনের রিং ও স্লাব বিতরণ করা হয়েছে।

বুধবার ১২ জুন দুপুরে উপজেলার বামুনিয়া ইউনিয়নে উক্ত ল্যাট্রিনের রিংসহ স্লাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে রিং ও স্লাব তুলে দেন ০৫ নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান।

রিং এবং স্লাব বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সাইফুর রহমান কার্য সহকারী এলজিইডি অফিস ডোমার, মোকছেদুল আলম সচিব ০৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদ।

উল্লেখ্য যে, ২০২৩-২৪ ইং অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) পিআইসি প্রকল্পের আওতায় বামুনিয়া ইউনিয়নের ৭৬ জন হতদরিদ্র পুরুষ এবং নারীদের মাঝে এই রিং এবং স্লাব বিতরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth