৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি;নেপথ্যে চাঁদাবাজি

আমাদের প্রতিদিন
10 months ago
55


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আফিস ইনান স্বাক্ষরিত বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার গরু ব্যবসায়ীকে হাত—পা বেঁধে আটকে রেখে আড়াই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠে লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাসসহ ছয়জনের বিরুদ্ধে।

ওই ঘটনায় সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৪৮)।

আইয়ুব আলী আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ—দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth