২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

ঘোড়াঘাটে গরু বহনকারী ভটভটি ও চার্জার ভ্যানের সংঘর্ষে নিহত-১ আহত-৬

আমাদের প্রতিদিন
1 year ago
104


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ভটভটি ও চার্জার ভ্যানের সংঘর্ষে ভ্যান আরোহী আলতাব হোসেন (৪৫) নামে একজন নিহত ও ভটভটিতে থাকা ৬ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির কলাবাড়ি এলাকার ব্রাক অফিস সংলগ্ন দিনাজপুর—গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সুস্টিপাড়া এলাকার রহমান আলীর ছেলে আলতাব হোসেন (৪৫)।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয় নিশ্চিত করে জানান, দুপুরে বিরামপুর থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু বিক্রির জন্য গরু সহ কয়েকজন ব্যক্তি আসছিলেন এমন সময় গরু বাহী ভটভটি একটি চার্জার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যান আরোহী নিহত হয় এবং ভটভটিতে থাকা ৬ জন আহত হয়। আহত ব্যক্তিদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ভটভটি ও চার্জার ভ্যান আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth