গঙ্গাচড়ায় ২৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ২৮ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) এর বাস্তবায়নে ও
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলার চেংমারী মান্দ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। চেংমারী মান্দ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আফরোজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীড এর নির্বাহী পরিচালক
সারথী রানী সাহা, প্রকল্প সমন্বয়কারী আব্দুল জলিল, রাজবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী।
অনুষ্ঠানে রাজবল্লভ উচ্চ বিদ্যালয় এবং চেংমারী মান্দ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর
নির্বাচিত ২৮ জন শিক্ষার্থীকে (ষষ্ঠ ও সপ্তম শ্রেণি) বাইসাইকেল দেয়া হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।