৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

আমাদের প্রতিদিন
8 months ago
137


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর—৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যানগণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এমপি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩ জন রোগীর মাঝে ৫০ হাজার করে টাকার অনুদানের চেক বিতরণ করেন। একই অনুষ্ঠানে প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা" শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩—২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth