৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

গোপনে ধর্ষনের ভিডিও ধারন অতঃপর যুবক গ্রেফতার

আমাদের প্রতিদিন
8 months ago
287


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে আজাদ( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। এরআগে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ৷ গতকাল রাতে বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগরা গ্রামের খুলখুল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজাদ পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে।  র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক একদিন ভুক্তভোগীর বাড়িতে আসেন।এসে জোড় পৃর্বক ভুক্তভোগীর সাথে ছবি তুলেন।পরে ভুক্তভোগী শারীরিক সম্পর্কে রাজি না হলে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।পরে ভুক্তভোগীর বাড়িতে এসে জোড়পূবক তাকে ধর্ষন করে গোপনে ভিডিও করে রাখেন।পরে আবার ভুক্তভোগীর সাথে শারীরিক সম্পর্ক গড়তে চাইলে ভুক্তভোগী নিজে আত্মহত্যা চেষ্টা করেন। তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে রক্ষা করলে সে সবকিছু খুলে বলেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth