৪ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

একই দিনে স্বামী স্ত্রীর মৃত্যু ; কবর খোড়ার পর জানা গেল স্ত্রী জীবিত !

আমাদের প্রতিদিন
9 months ago
306


লালমনিরহাট প্রতিনিধি :

রাত ৩ টায় হঠাৎ করে স্ত্রীর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্বামী হাসেন আলী (৫৭)। স্বামীর মৃত্যু দেখে অসুস্থ হয়ে পড়ে স্ত্রী  মনজুরা বেগম (৪৫)। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্ত্রী মনজুরা বেগমকেও মৃত বলে ঘোষাণা করেন ওই চিকিৎসক। স্বামী ও স্ত্রীর গোসল ও কবর খোড়ার প্রস্তুতি চলছে। চলছে জানাজা নামাজের আয়োজন। এমন সময় নড়ে উঠে স্ত্রীর দেহ এমন দাবী লোকজনের। নিয়ে আসা হয় ইসিজি মেশিন। পরীক্ষা করে দেখা যায় স্ত্রী মনজুরা বেগম জীবিত আছেন এমন দাবী টেকনোলজিস্টের। দ্রুত তাকে নিয়ে আসা হয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দেড় ঘন্টাপর আবার ইসিজি করে জানা যায় মারা গেছেন স্ত্রী মনজুরা বেগম। শনিবার এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের রসুলগঞ্জ গ্রামে।

স্থানীয়রা জানান, ওই এলাকার নওয়াব আলীর পুত্র মুদির দোকানদার হাসেন আলী শনিবার ভোর রাতে বাড়িতে হঠাৎ করে স্ত্রীর কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বামীর মৃত্যু দেখে অসুস্থ হয়ে পড়ে স্ত্রী মনজুরা বেগমও। লোকজন স্ত্রীকে নিয়ে স্থানীয় বাউরা বাজারের পল্লী চিকিৎসক মাহির লাবীব মুনেম—র কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক কোনো পরীক্ষা ছাড়াই তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। বাড়ি নিয়ে গিয়ে স্বামী ও স্ত্রীর গোসল ও কবর খোড়ার প্রস্তুতি চলছিলো। এমন সময় স্ত্রী মনজুরা বেগমের দেহ নড়ে উঠে এমন দাবী প্রতিবেশীদের। বাউরা বাজারের এক ল্যাব থেকে ইসিজি মেশিন নিয়ে গিয়ে তার ইসিজি করা হয়। ইসিজি করে টেকনোলজিস্টের দাবী মনজুরা বেগম জীবিত আছেন। পরে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে দেড় ঘন্টা পর আবারও ইসিজি করে দেখা যায় মারা গেছেন মনজুরা বেগম। পাটগ্রামের বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth