চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র প্রত্যাশা প্রকল্পের আয়োজনে শিশু সুরক্ষা কমিটির সাথে বৈঠক
আলমগীর হোসাইন, চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ'র প্রত্যাশা প্রকল্পের আয়োজনে শিশুদের সক্রিয় ও শক্তিশালী করতে গভঃ শিশু সুরক্ষা কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল দশটায় উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্পের চিলমারী উপজেলা ব্যবস্থাপক আব্দুল মালেক সরকার, ব্যবস্থাপক প্রশাসন প্রেরিত ম্রং, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, আলমগীর হোসাইন, শিক্ষক এমদাদুল হক আনছারী, ইউপি সদস্য মাহবুবুর রহমান বিপ্লব ও মাহফুজার রহমান প্রমূখ।