কুড়িগ্রামে নদনদীর পানি কমতে শুরু করেছে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে

কুড়িগ্রাম অফিস:
গত কয়েকদিন ধরে সবকটি নদনদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও শুক্রবার সন্ধ্যে থেকে তা কমতে শুরু করেছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
শনিবার সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ঘন্টায় সবকটি নদনদীর পানি কমলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি্ এখনও বিপদসীমা ওপর দিয়ে বইছে।
তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৪ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে,শিমুল বাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফলে এখনও বন্যা পরিস্থিতি জেলায় অপরিবর্তিত রয়েছে। জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি থাকায় পানিবন্দি মানুষগুলো এখনও রয়েছে বিপাকে। এসব এলাকার প্রায় ১০ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে রয়েছে সংকটে। উচু স্থানে আশ্রয় নেয়া মানুষগুলো এখনও সেখানেই অবস্থান করছেন।
এছাড়াও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে,এ পর্যন্ত বন্যায় জেলার চর ও দ্বীপচরসহ নিচু এলাকার প্রায় ১হাজার ৩৫২ হেক্টর জমির পাট,ভুট্টা,বাদাম,সবজি,ডাল, বীজ তলা পানিতে তলিয়ে যাওয়ায় সেগুলো নষ্ট হতে পারে বলে জানা যায়।