১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

কুড়িগ্রামের রৌমারীতে চিতাবাঘের বাচ্চা উদ্ধার

আমাদের প্রতিদিন
7 months ago
69


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি গত রবিবার ১৬ জুন রাতে কর্তিমারী আরএস ফ্যাশন এ ঢুকে পড়েছিল। বাচ্চাটির মা চিতাবাঘ এলাকায় থাকতে পারে বলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গত ৬ দিন পর শনিবার বিকালে বন বিভাগের কর্মকর্তারা বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে।

স্থানীয় আব্দুস সালাম মিয়া বলেন, পাশ্ববর্তী ভারতের আসাম প্রদেশের মানকারচর পাহাড় থেকে বন্যার পানির স্রোতে চিতাবাঘের বাচ্চাটি বাংলাদেশ অভ্যন্তরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে গভীর রাতে একটি দোকানে ঢুকে পড়ে।দোকানের মালিক উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলাম বাঘের বাচ্চাটিকে না মেরে বাড়িতে একটি খাচায় আটকে রাখা হয়।

দোকান মালিক রাসেল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে আমার দোকানে চিতাবাঘের বাচ্চাটি প্রবেশ করে। প্রথমে মনে করি সেটি বিড়াল। কিন্তু ভালো করে দেখি চিতা বাঘের বাচ্চা। পরে পাটের চট দিয়ে বাচ্চাটিকে ধরে খাচায় আটকিয়ে রাখি। বাচ্চাটি মানুষ দেখলে গর্জে উঠে এবং ভয় পায়। বাচ্চাটিকে বিভিন্ন প্রকার মাংস খাওয়ানো হচ্ছে। আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে খবর দেই।

রৌমারী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামে একটি চিতা বাঘের বাচ্চা ঢুকে পড়ার খবর পেয়ে শনিবার ( ২২/০৬/২৪) ঘটনাস্থলে যাই এবং চিতা বাঘের বাচ্চাটিকে উদ্ধার করা করি।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, বনবিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth