বিরলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা এর নেতৃবৃন্দ।
রবিবার সকাল ৯ টায় বিরল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে দলীয় কার্যালয় হতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং সাধারন সম্পাদক রমাকান্ত রায় এর নেতৃত্বে বণার্ঢ্য র্যালি বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অপর্ন শেষে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সহ—সভাপতিদ আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন, এ্যাডভোকেট রবিউল ইসলাম (পিপি), সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ সরকার, মহিলালীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা বেগম, সাধারন সম্পাদক বিলকিস বেগম, যুবলীগের সভাপতি আব্দুর মালেক, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিৎ কুমার রায় বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।