৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

কাউনিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
7 months ago
258


কাউনিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন করা হয়েছে। আজ রোববার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, সম্পাদক মশিউর রহমান মশি, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক চাঁন মিয়া, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মেনাজ উদ্দিন, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth