৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

বিরলে জবরদখলকারীদের নিকট হতে প্রায় ৩০ একর বনভূমি উদ্ধারপূর্বক বনায়ন সৃজন

আমাদের প্রতিদিন
7 months ago
122


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে জবরদখলকারীদের নিকট হতে ধর্মপুর বনবীটের ২৮.৭৫ একর বনভূমি উদ্ধারপূর্বক বনায়ন সৃজন করেছে সামাজিক বনবিভাগ দিনাজপুর। উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বনবীটের বাঁমনগাঁও মৌজার ৫৬৪ নং দাগের বিশাল এই বনভূমিটিদীর্ঘদিন যাবৎ স্থানীয় বনদস্যুগণ জবরদখল করে আসছিল। সোমবার দিনব্যাপী এই বনভূমিতে উপকারভোগীদের সাথে নিয়ে বৃক্ষ চারা রোপন করা হয়।

এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বনসংরক্ষক নুরুন নাহার (সাথী), রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন, ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমানসহ বনবিভাগের সহকর্মী ও উপকারভোগীবৃন্দ।

উল্লেখ্য, এর আগে জবরদখলকারীদের নিকট হতে ধর্মপুর বনবীটের প্রায় ১২০ একর বনভূমি উদ্ধারপূর্বক বনানয়ন সৃজন করা হয়। বনায়নের কাজে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth