বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙ্গে আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্থ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙ্গে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে কৃষকের আমনের বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতের ফলে বুড়িতিস্তা নদীর বাম তীরের বাঁধ ভেঙ্গে যায়। ইতি পুর্বৈ নীলফামারী পানি উন্নয়ন বোর্ড বাঁধটির একটি ভাঙ্গা অংশ মেরামত কাজ সম্পন্ন করে। উজানের ঢল আর ভারি বৃষ্টিপাতে ফলে বুড়ি তিস্তা নদীর বাঁধটির কিছু জায়গায় ধস নেমেছে। পানির প্রবল চাপে হঠাৎ বাঁধটি প্রায় ২০০ মিটার ভেঙ্গে যায়। এতে ক্ষত্গ্রিস্থ হয়েছে স্থানীয় কৃষকদের আমন ধানের বীজতলা, পাট ক্ষেত, মাছ চাষের পুকুর-জলাশয়, সবজীর ফসল তৎসঙ্গে তলিয়ে গেছে রাস্তাঘাট। বুড়িতিস্তা নদীর বাম তীরের বাঁধটি ভেঙ্গে যাওয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে তিনশত হেক্টর আবাদি জমি । স্থানীয়রা জানান, নদীর পানি এখন কমতে শুরু করেছে নদী খনন সহ বাঁধটি দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে উচু করলে নদীর পানি ফসলি জমিতে ঢুকতে পারবে না। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় এসব গ্রামের কৃষকরা বিপাকে পড়েছে। এলাকাবাসীর দাবী নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধটি দ্রুত সংস্কার করা হোক তা না হলে কৃষি জমিতে চলতি মৌসুমে আমন ফসল চাষাবাদ করা যাবে না। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী আলী বলেন, ঐ এলাকার বাঁধটি ভেঙ্গে যাওয়ায় প্রায় এক হাজার বিঘা জমি সাময়িক পতিত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি।