১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
189


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

"বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় ২ শত ৩০টি উপজেলার মধ্যে নীলফামারীর ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৫ জুন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান শেষে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তর ডোমার নীলফামারীর আয়োজনে প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন  কৃষিবিদ সোলায়মান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর অঞ্চল, এ টি এম তৈবুর রহমান জেলা পাট উন্নয়ন কর্মকর্তা,ডাঃ মোজাম্মেল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষিবিদ রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন মহিবুর রহমান লোহানী পরিদর্শক (পাট) সৈয়দপুর নীলফামারী, রেজাউল করিম উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ডোমার নীলফামারী।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উন্নত পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ করায় উপজেলার শ্রেষ্ঠ  ৫ জন পাট চাষীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট ও মগ প্রদান করা হয়। এরা হলেন, উপজেলার সোনারায় ইউনিয়নের পাট চাষী উমর আলী, বোড়াগাড়ী ইউনিয়নের নজরুল ইসলাম এবং রাজা, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের শীত কুমার ও হরিণচড়া ইউনিয়নের চয়ন বর্ম্মন।

উল্লেখ্য যে, পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার মোট ৭৫ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth