কাউনিয়ায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ফলন উৎপাদণে উদ্বুদ্ধ করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার একহাজার ৪০০ জনকে প্রান্তিক চাষী প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী অফিসার আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আহসান হাবীব সরকার প্রমুখ।