ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর ১০৮ জন প্রতিযোগীকে পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪
আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম:
কুড়িগ্রামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ—২০২৪ ও জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৪ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বুধবার পুরস্কার বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো:নাসির উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন,জেলা শিক্ষা অফিসার মো:শামছুল আলম,আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত প্রমুখ।
এসময় প্রতিযোগীদের মধ্যে ১০৮ জন বিজয়ীর হাতে অতিথিগণ ক্রেষ্ট ও পুরস্কারের অর্থসহ সনদপত্র তুলে দেন।