গঙ্গাচড়ায় দুই ঔষধ ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসীর ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের লিয়াকত আলীর আলী ফার্মেসী ও মারুফের মুহিব ফার্মেসীতে এ জরিমানা করা হয়।
ফার্মেসি দুটিতে দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা হয়। এমন সংবাদে
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসী দুটিতে যথেষ্ট পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।
পরে নাহিদ তামান্না মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০(৪), ৪০(খ), ৪০(গ) ধারায় আলী ফার্মেসীকে ৭ হাজার ও মুহিব ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোকসেদুল আমিন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ গুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেলে প্রয়োজনে এসব ফার্মেসী বন্ধ করে দেওয়া হবে।