৭ মাঘ, ১৪৩১ - ২১ জানুয়ারি, ২০২৫ - 21 January, 2025

ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের সলিল সমাধি

আমাদের প্রতিদিন
6 months ago
132


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জিম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । আজ বুধবার দুপুর আনুমানিক ২টায় দিকে এ ঘটনায়  নিহত দু'জন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী।

পুলিশ  ও এলাকাবাসী জানায় ওই ভাই ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুরে যায় ।  তাদের খুঁজে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে । পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দায়িক্তরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

আজমাইন ক্লাস সিক্সে ও জিম ক্লাস ওয়ানে পড়তেন। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া ।বিকেল সাড়ে ছয়টায় দিকে তাজহাট থানার ওসি মো: রবিউল ইসলাম জানান পানিতে ডুবে জ্যাঠাত-চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । তাদের কে  ময়না তদন্ত করা হয়ে না । পারিবারিক ভাবে জানাযা শেষে দাফন করা হবে ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth