তিস্তার তীব্র স্রোতে শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের ২৫ ফুট অংশে ধসে গেছে ব্লক

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
উজানের পাহাড়ী ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধের প্রায় ২৫ ফুট অংশের ব্লক ধসে গেছে। এতে করে স্থানটিতে প্রায় ৫০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ব্লক ধসে যাওয়ার ঘটনায় আতংকে রয়েছে বাঁধের পাশে বসবাসকারী কয়েকটি গ্রামের দেড় হাজার পরিবার। ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাটের কাকিনা- রংপুরের যোগাযোগ সড়ক।
স্থানীয়রা জানান, তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু রক্ষায় ৯’শ মিটার বাঁধ দেওয়া হয়। তিস্তা নদীর পানি বাড়ার সাথে তীব্র স্রোত বাঁধের গায়ে আঘাত হানছে। এতে করে প্রতিনিয়ত একটু একটু করে বাঁধের ব্লকগুলো নিচে নেমে যাচ্ছে। বুধবার সকালে শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের প্রায় ২৫ ফুট অংশের ব্লক ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। পানির স্রোতে বাঁধ আরও ক্ষতিগ্রস্থ হলে নদীর তীরবর্তী চর শংকরদহ, চর ইচলী, চর ইশোরকোল, চর জয়রামওঝা গ্রামের দেড় হাজার পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি পানির তোড়ে ভেসে যাবে। এলাকাবাসী অবিলম্বে বাঁধটি সংস্কারের দাবী জানিয়েছেন।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, শেখ হাসিনা সেতুটির পশ্চিম অংশের বাঁধটি পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গন দেখা দিয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান বলেন, সেতুরক্ষা বাঁধ ধসে যাওয়ার বিষয়টি গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি রংপুর নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি লিখলে আমরা সেটি ঢাকায় পাঠাবো। সেখান থেকে অভিজ্ঞ টিম এসে কাজ করবে।