তারাগঞ্জে এক সিসা কারখানাকে দুই লাখ টাকা জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তাপরাগঞ্জে অবৈধ একটি সিসা কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (২৬ জুন) এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে রাত সাড়ে ১১ টার সময় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল চুরচুরিরপার এলাকায় কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কশিানার (ভূমি) জিন্নাতুল ইসলাম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভাই ভাই ট্রেডার্স নামে গবিন্দগঞ্জ গাইবান্দার এক ব্যক্তি একই এলাকার আব্দুর রহমানকে কারখানার ম্যানেজার রেখে একটি কারখানায়পুরাতন ব্যাটারি কিনে তার মধ্যে থেকে সিসা বের করে গলানো হয়। যা পরিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর। স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে ওইদিন রাতে উপজেলা প্রশাসন ও রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়। এ ধরনের কারখানা স্থাপনের অনুমতিপত্র ও পরিবেশের ছাড়পত্র না থাকায় কারখানার ম্যানেজার আব্দুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত স্থান থেকে কারখানার কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহীর্ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রংপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি সিনিয়র পরিচালক বিজন কুমার রায়, আজাহারুল ইসলাম ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় উপস্থিত ছিলেন। তিনি আরো বরেন, পরিবেশ সংরক্ষন আইন—১৯৯৫ও (সংশোধন ২০১০) অনুযায়ী অবৈধ সিসা কারখানার মারিককে জরিমানা করা হয়েছে।