৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

কুড়িগ্রামে নালার পানি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
7 months ago
154


কুড়িগ্রাম প্রতিনিধি :  

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকায় একটি নালার (ক্যানেল) পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, নালার পানিতে ভেসে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানেন না বলে জানান তারা।

বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া জানান, খবর পেয়ে সরেজমিনে এসে মৃত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ধরনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth