প্রতিমন্ত্রী অনুসারিদের বিক্ষোভ মিছিল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুমি দখলের অভিযোগ ঢাকতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেনের অনুসারিরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি রৌমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে একটি সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন মন্ত্রীপুত্র সাফায়াত আদি জাকির, মন্ত্রীর চাচাতো ভাই আকতার আহসান বাবু, মোস্তাফিজুর রহমান রবিন, সুরুজ্জামান প্রমূখ। বক্তারা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বলে জানান।
সম্প্রতি একটি জমি দখলকে কেন্দ্র করে পিস্তল উঁচিয়ে প্রতিমন্ত্রী তার প্রতিবেশিকে হুমকি দেয়ায় খবরের শিরোনাম হন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ নিয়ে তার বিরুদ্ধে রৌমারী থানায় একটি অনলাইন জিডি করেন ওই প্রতিবেশি। গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী অনুসারিরা এ বিক্ষোভ মিছিল করে।