কুকুরের তাড়া খেয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বিরামপুরে নানার বাড়িতে আসা শিশু কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় মায়ের চোখের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। জানা গেছে, বিরামপুর পৌর এলাকার চাঁদপুর মাহালী পাড়ার আফাজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে ৫দিন আগে মৃত্যু বরণ করে। সেখানে আফাজ উদ্দিনের মেয়ে আজিজা বেগম স্বামীর বাড়ি থেকে তার দুই শিশু সন্তানকে নিয়ে পিতার সৎকার অনুষ্ঠানে আসে। বৃহস্পতিবার সকালে ঐ নারী আজিজা বেগম তার শিশু পুত্র তাহমেদ সরকারকে (৯) সাথে নিয়ে বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে পেট্রোল পাম্প এলাকায় শিশু তাহমেদকে কয়েকটি কুকুর তাড়া করে। এসময় তাহমেদ দৌড়ে পালাতে গিয়ে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়। চোখের সামনে ছেলে মর্মান্তিক মৃত্যুতে মা আজিজা বেগম হতবিহ্বল হয়ে পড়েন। শিশুটি পার্শ্ববতীর্ ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর মধুপুর গ্রামের শামীম সরকারের ছেলে।বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।