রংপুরে সীসা গলানোর কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিজেস্ব প্রতিবেদক:
রংপুরের তারাগঞ্জে ব্যাটারী গলিয়ে সীসা তৈরীর কারখানার মালিকের দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার দিবাগত রাতে তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ—পরিচালক আজাহারুল ইসলাম, সহকারী পরিচালক বিজন কুমার রায় ও তারাগঞ্জ থানা পুলিশ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, তারাগঞ্জে একটি কারখানায় ঝুঁকিপূর্ন ভাবে ব্যাটারী গলিয়ে সীসা তৈরী করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটি ঝুঁকিপূর্ন বর্জ্য উৎপাদন, আমদানী, মজুদকরণ, বোঝাইকরণ, পরিবহন করার অপরাধে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা সহ কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন,কারখানার মালিককে পুনঃরায় চালু না করার জন্য বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে কারখানার মালিককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।