১২ বৈশাখ, ১৪৩২ - ২৬ এপ্রিল, ২০২৫ - 26 April, 2025

ভারতে অনুপ্রবেশের চেষ্টা : পাটগ্রাম সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আমাদের প্রতিদিন
9 months ago
179


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা তিন বিঘা করিডোর চেকপোস্ট থেকে তাদের আটক করেন বিজিবির পানবাড়ি বিজিবির সদর কোম্পানির সদস্যরা ।

আটক হওয়া অভিযুক্তরা  হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে মো. আক্তারুল ইসলাম (৪১)  তার স্ত্রী মোছা. সোহাগী (৩৫) ও মেয়ে মোছা. লাবনী আক্তার (১৮)। একাই গ্রামের মো. আউয়াল মোকাদ্দেসের মেয়ে মোছা. মুক্তা আক্তার (৩০) ও  মো. মহিউদ্দিনের মেয়ে মোছা. আফিয়া হোমায়রা (৩)।

বিজিবি জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় দহগ্রাম বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আব্দুল হানিফের (১৮) মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তারা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটক হওয়া অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth