২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

পীরগঞ্জের বড়দরগাহ ইউনিয়ন ভারপ্রাপ্ত কাজী নিয়োগ দেয়ায় ১১ জন সাব কাজী বিপাকে

আমাদের প্রতিদিন
5 months ago
157


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার তারা মিয়ার মৃত্যুতে সাময়ীক ভাবে ভারপ্রাপ্ত হিসেবে পাশের ইউনিয়ন সানেরহাটের নিকাহ রেজিষ্ট্রার সাইফুল ইসলাম কে ৪ মাসের জন্য নিয়োগ  দেয়া হয়েছে। জেলা রেজিষ্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ (অঃদাঃ) গত ১০ জুন ওই নিয়োগ প্রদান করেন। এ ঘটনায় ওই ইউনিয়নে দীর্ঘদিন ধরে কারবারে লিপ্ত ১১ জন সাব কাজী বিপাকে পড়েছেন। উল্লেখ্য,সদ্য প্রয়াত কাজী তারা মিয়া ওই ইউনিয়নে ১১ জন সাব কাজীকে নিয়োগ দিয়েছিলেন। ফলে গোটা ইউনিয়নে একটা হযবরল অবস্থার সৃষ্টি হয়েছিল।  এ অবস্থা থেকে ইউনিয়নবাসীকে পরিত্রান দেয়ার উদ্দেশ্যে বড়দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আকতার শীলা ভারপ্রাপ্ত কাজী সাইফুল ইসলামের সহযোগী হিসেবে আরও ৪ জন কে সাব কাজী হিসেবে নিয়োগ দিয়ে গোটা ইউনিয়নে মাইকিং করেন।

এরা হচ্ছে-গুর্জিপাড়া ভগবানপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম তারা,পার্বতীপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাহবুবার রহমান মিলন,ডাসারপাড়া গ্রামের মৃত মমতাজের ছেলে মাহমুদুল হাসান প্রিন্স ও গুর্জিপাড়া সোলাগাড়ী গ্রামের মৃত আবু তালহার ছেলে সাব্বির আহমেদ সিদ্দিক। যেহেতু সাব কাজী নিয়োগের কোন বিধান নেই তাই গত ২৩ জুন বিষয়টি জেলা রেজিষ্ট্রারকে অভিযোগ করেন সাহাপাড়া গ্রামের জনৈক শাহজাহান আলী।

পরদিন জেলা রেজিষ্ট্রারের নির্দেশে শাহজাহান আলী পাল্টা আর একটি মাইকিং করায় পরিস্থিতি জটিল হয়ে উঠে। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মাফিয়া আকতার বলেন-যেখানে ১১ জন সাব কাজী কাজ করতো,সেখানে মাত্র ৪ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। যদি আইন না থাকে তবে ওই ৪ জনকেও বাদ দেয়া হবে ? বিষয়টি জানার জন্য জেলা রেজিষ্ট্রারকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।    

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth