৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

আমাদের প্রতিদিন
1 year ago
92


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: 

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৪—২৫ অর্থ বছরের জন্য ২৬ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আব্দুস সাত্তার মিলন ।

রবিবার(৩০ জুন) বেলা সাড়ে ১২ টায় পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেটে রাজস্ব আয় ২৬ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা, এবং বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১৬ লাখ ৭৭ হাজার টাকা ও উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।

এসময় মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, পৌরসভার নাগরিকদের সুযোগ—সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন ও পানি নিষ্কাশন এবং অন্যান্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে আমি গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন—পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাদের মিয়া,ঘোড়াঘাট পৌরসভার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ার পারভেজ,হিসাব রক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন, কাউন্সিলর মো. রাহাত আহমেদ, রেজোয়ান মিয়া, সাহিদ পারভেজ ও মোছাঃ আয়শা সিদ্দিকা, মজিদা বেগমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth