৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

আমাদের প্রতিদিন
1 year ago
214


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ পূর্বটারী গ্রামে।

মৃতের পরিবার ও এলাকাবাসীরা জানান,  খিতাবখাঁ পূর্বটারী গ্রামের মৃত বাবর আলীর ছেলে আজাদ আলী (৫৫) রোববার  (৩০জুন) বিকালে ৫টার দিকে তার ইজিবাইকে (অটো রিক্সা) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে  নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লাগাতার বৃষ্টির কারণে সম্ভব অটোরিক্সাটি বিদ্যুতায়ীত হওয়ায় এ দূর্ঘটনা ঘটে। তবে এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth