৬ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে:রংপুর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের পরিদর্শন

আমাদের প্রতিদিন
9 months ago
424


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

উজানের পাহাড়ী ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার কোলকোন্দ, নোহালী ও লক্ষীটারী ইউনিয়নের নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার (১ জুলাই) সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। সকাল ৬টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় পানি কিছুটা বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে তিস্তা নদীর পানি বাড়া-কমায় নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বন্যা ও ভাঙ্গন দেখা দিয়েছে। এনিয়ে রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু পানি সম্পদ মন্ত্রণালয়ে ডিও লেটার দিলে সোমবার সকালে ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুব রহমান। তিনি  গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চর, মটুকপুর, চিলাখাল, নোহালী ইউনিয়নের চর নোহালী, মিনা বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও স্থানীয় এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি।

পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুব রহমান বলেন, আমরা গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। যেসব স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে সেখানে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৫ দিন ধরে উজানের পাহাড়ী ঢলে নদীর পানি পানি বাড়া-কমায় গঙ্গাচড়ায় নদী তীরবর্তী এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও ঘর বাড়ি ভাঙ্গন হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth