গঙ্গাচড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার আদায়ে সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার অধিকার আদায়ে রংপুরের গঙ্গাচড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রিয়ালাইজ প্রকল্পের আওতায় গংগাচড়া উপজেলা জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয়ে সোমবার (১ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান। সভায় গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, সহকারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক,এসএমসি,ও ইডিসি সভাপতি, সদস্যবৃন্দসহ জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার, উপজেলা ম্যানেজার, ইও ও ইএসও গন বক্তব্য রাখেন।