১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

বিরলে জালিয়াতির আশ্রয় নেয়ায় দলিল লেখক ফারুক এর ভ্রাম্যমান আদালত কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
8 months ago
184


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে এস এ খতিয়ান জালিয়াতির মাধ্যমে প্রদর্শন করার অপরাধে দলিল লেখক ফারুক হোসেনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বিরল উপজেলার  বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত হোসেন আলী এর ছেলে বিরল সাব—রেজিষ্ট্রি অফিসের ১০১নং সনদধারী  দলিল লেখক মোঃ ফারুক হোসেন জনৈক এক ব্যাক্তির এস এ খতিয়ান জালিয়াতি করে দলিল সম্পাদনের চেষ্টা করে। এস এ খতিয়ান সন্দেহ হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিষ্ট্রেট  ইশতিয়াক আহমেদ এর নিকট ভূক্তভোগি অভিযোগ করায় যাচাই বাছাই করে এস এ খতিয়ান জালিয়াতি প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক দলিল লেখক ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth